২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:৩২, ৬ ডিসেম্বর ২০২৪

মহানগর যুবদল নেতা সাগর প্রধানকে কেন্দ্রের শোকজ

মহানগর যুবদল নেতা সাগর প্রধানকে কেন্দ্রের শোকজ

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধানকে শোকজ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নিয়ম বহির্ভূত কার্যকলাপের অভিযোগে তাকে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

শুক্রবার (৬ ডিসেম্বর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেপ তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ৯ ডিসেম্বর উপস্থিত হয়ে তা লিখিতভাবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এই বিষয়ে সাগর প্রধান বলেন, আমি মহানগর যুবদলের সভাপতি প্রার্থী তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমি কেন্দ্রে বিষয়টি জানাবো।

সর্বশেষ

জনপ্রিয়