ভারত যুদ্ধ বাঁধানোর চক্রান্ত করছে: মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ভারত তাদের স্বার্থে আঘাত লেগে বাংলাদেশকে লক্ষ্য করে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। তিনি বলেন, "বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতের স্বার্থে দেশকে গিলে খাওয়ার পরিবেশ তৈরি করেছিল, কিন্তু এখন ভারত বাংলাদেশের বিরুদ্ধে নানা উস্কানী দিচ্ছে।"
বৃহস্পতিবার বিকেল ৫টায় নগর কার্যালয়ে এক জরুরি সভায় এক কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, "ভারত এখন বিভিন্ন উপায়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে। সরকারী আইনজীবী হত্যার চেষ্টা ব্যর্থ হওয়ায় ভারত এবার বাংলাদেশি হাইকমিশনে হামলা এবং পতাকা ছিঁড়ে দেশটির উপর ক্ষোভ প্রকাশ করেছে।"
মুফতি মাসুম বিল্লাহ ভারত সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, "ভারত তাদের স্বার্থে বাংলাদেশের উপর উস্কানি দিয়ে যুদ্ধ বাধানোর চেষ্টা করছে। ভারতের উগ্রবাদী গোষ্ঠী ইসকন, মাওলানা ইউনুছ আহমাদসহ সাম্প্রদায়িক শক্তি এসব উস্কানিমূলক কার্যকলাপের পেছনে রয়েছে।"
তিনি দাবি করেন, "বাংলাদেশের মুসলমানরা কখনও হিন্দুদের মতো অসভ্য নয়, তারা অত্যন্ত ধৈর্যশীল এবং দেশের শান্তি বজায় রাখে। কিন্তু ভারতের উস্কানিতে যদি মুসলমানরা ক্ষিপ্ত হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে।"
এ সময় মুফতি মাসুম বিল্লাহ ভারতের উপর চাপ সৃষ্টি করে বলেন, "ভারত সরকারের উচিত আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন অনুযায়ী বাংলাদেশের কূটনৈতিক মিশন ও কূটনৈতিকদের নিরাপত্তা নিশ্চিত করা। যদি তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের সরকারের উচিত ভারতীয় হাইকমিশনকে তীব্র ক্ষোভ প্রকাশ করা এবং নিরাপত্তা না দিলে ভারত থেকে সকল দূতাবাস প্রত্যাহার করা।"
এছাড়া, তিনি এই ধরনের হামলা, পতাকা পোড়ানো এবং কূটনৈতিক আক্রমণের ঘটনা অনভিপ্রেত এবং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী আখ্যা দিয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সকল রাজনৈতিক দল এবং সাধারণ জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম প্রমুখ।