০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ৪ ডিসেম্বর ২০২৪

জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভে নারায়ণগঞ্জ কমিটির অংশগ্রহণ

জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভে নারায়ণগঞ্জ কমিটির অংশগ্রহণ

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জাতীয় নাগরিক কমিটি’র বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা সদস্যরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্যরা একটি মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলো জাতীয় নাগরিক কমিটি কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলার সদর থানা কমিটির প্রতিনিধি সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলী, এড. রাকিব সুহাস প্রমুখ। 

এ সময় তারা ‘দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা’, ‘গোলামি না আজাদি? আজাদি, আজাদি’, ‘দালালি না রাজপথ? রাজপথ, রাজপথ’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘আপোস না সংগ্রাম? সংগ্রাম, সংগ্রাম’, ‘হাইকমিশনে হামলা কেন? দিল্লি তুই জবাব দে’, ‘ছাত্র-শ্রমিক-জনতা, গড়ে তোলো একতা’সহ বিভিন্ন শ্লোগান দেন।

সর্বশেষ

জনপ্রিয়