০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৪, ১ ডিসেম্বর ২০২৪

শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গড়তে ঐক্যবদ্ধ হোন: সিপিবি

শোষণ-বৈষম্যহীন অসাম্প্রদায়িক দেশ গড়তে ঐক্যবদ্ধ হোন: সিপিবি

মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলা সিপিবি'র উদ্যোগে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাতীয় পতাকা ও লাল পতাকার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল পূর্বে চাষাড়া শহীদ মিনারে সমাবেশ করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কমিউনিস্ট পার্টি'র জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শিবনাথ চক্রবর্তী, সঞ্চালনায় ছিলেন জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য শ্রমিক নেতা ইকবাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিপিবি জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আ. হাই শরীফ, বিমল কান্তি দাস, জেলা কমিটির সদস্য দুলাল সাহা, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক ও শ্রমিক নেতা এম এ শাহীন প্রমুখ। 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শোষণ-বৈষম্যহীন দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট আ'লীগ সরকারকে বিতারিত করা হয়েছে। ছাত্র-জনতার সেই আকাঙ্খা নস্যাৎ হতে দেয়া যাবে না। সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বিভেদ সৃষ্টি করে দেশে অরাজক পরিস্থিতি তৈরির মাধ্যমে ফায়দা তুলার অপচেষ্টা চালিয়েছে। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তবর্তীকালীন সরকারকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদ-সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে। সকল জাতি-ধর্মের মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা না হলে মুক্তিযুদ্ধের চেতনা বিফলে যাবে। সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা'সহ দেশ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান। মুক্তিযুদ্ধের চেতনায় শোষণ-বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে দেশ প্রেমিক গণতন্ত্রকামী সকল শ্রেণী পেশার সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

সর্বশেষ

জনপ্রিয়