০৫ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ১ ডিসেম্বর ২০২৪

কৃষক দলের উদ্যোগে রশুর মৃত্যুবার্ষিকী পালন

কৃষক দলের উদ্যোগে রশুর মৃত্যুবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের প্রয়াত নেতা রশিদুর রহমান রশুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) শহরের মাসদাইর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা প্রয়াত রশু সম্পর্কে স্মৃতিচারণ করেন। তারা বলেন, রশিদুর রহমান রশু ছাত্রদল থেকেই একজন সাহসী ও নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। দলের বিভিন্ন কর্মসূচিতে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং হামলা-মামলার মুখোমুখি হয়েও দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপি এবং জিয়া পরিবারের প্রতি অনুগত ছিলেন।

বক্তারা আরও বলেন,"রশু ছিলেন একজন বীর জাতীয়তাবাদী সৈনিক। তার ত্যাগ ও সাহসিকতা আমাদের জন্য প্রেরণার উৎস। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে যাব।"

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ফয়সাল, সিনিয়র সহ-সভাপতি নাজমুল কবির নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকারমহানগর কৃষক দল নেতা মাসুদ আহমেদ, সদর থানা কৃষক দলের সভাপতি রানা মুজিব, সাধারন সম্পাদক রানা মুন্সী, মামুন খন্দকার, মাসুদ, বন্দর থানা কৃষক দলের সভাপতি লিটন, সাধারন সম্পাদক শান্ত, বন্দর উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক সেলিম, রশিদুর রহমান রশু স্মৃতি সংসদের সভাপতি বজলুর রহমান প্রমুখ।

দোয়া মাহফিলে প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ

জনপ্রিয়