নারায়ণগঞ্জে আ.লীগ-ছাত্রলীগ থাকতে পারবে না: সাখাওয়াত
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কোনো নেতা-কর্মী থাকতে পারবে না বলে মন্তব্য করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।
শনিবার (১৬ নভেম্বর) বিকেলে শহরের খানপুর এলাকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে মহানগর যুবদল আয়োজিত মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বলতে চাই, কোনো আওয়ামী লীগ, যুবলীগ, কোনো ছাত্রলীগ- এই নারায়ণগঞ্জের মাটিতে থাকতে পারবে না। কারণ গত ১৫ বছর তারা সন্ত্রাসী করেছে, খুন-গুম করেছে। প্রশাসনের প্রতি অনুরোধ, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে, তাদের বিচার করে শাস্তির ব্যবস্থা করা হোক। অন্যথায় আমরা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওই সন্ত্রাসীদের, যারা এই নারায়ণগঞ্জকে গডফাদারের নগরীতে পরিণত করেছিল তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করবো।’
ওসমান পরিবার নারায়ণগঞ্জে অনেক জুলুম-নির্যাতন করেছে মন্তব্য করে সাখাওয়াত আরও বলেন, ‘এই নারায়ণগঞ্জে ১৫ বছর সন্ত্রাসী করেছে একটি পরিবার। শামীম ওসমান, সেলিম ওসমানের পরিবারকে সহায়তা করে যারা এই নারায়ণগঞ্জে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে, তাদের অনেকে এখনো নারায়ণগঞ্জে আছেন বিভিন্ন সেক্টরে। তাদেরকে বলে দিতে চাই, কোনো ব্যবসায়িক সংগঠন, রাজনৈতিক, অরাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠনের মধ্যে তাদেরকে স্থান দেওয়া হবে না। যদি কোনো সংগঠন তাদেরকে স্থান দেয়, তাহলে তাদের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিরোধ করবো।’
‘নারায়ণগঞ্জে যুবদল অন্যতম শক্তিশালী একটি সংগঠন’ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘সিপাহী-জনতার বিপ্লবের চেতনায়, এই ৫ আগস্ট যে বিপ্লব সংগঠিত হয়েছে, তা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশে একট গণতান্ত্রিক সরকারের জন্য।’
মহানগর যুবদলের সদস্যসচিব শাহেদ আহমেদের সঞ্চালনা ও আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, সদস্য মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক নূর এ এলাহী সোহাগ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক পারভেজ খান প্রমুখ।