২২ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪২, ১৪ নভেম্বর ২০২৪

আমরা শান্তির নারায়ণগঞ্জ গড়তে চাই: সাখাওয়াত

আমরা শান্তির নারায়ণগঞ্জ গড়তে চাই: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘আমরা সবাই নারায়ণগঞ্জে সহ-অবস্থান করতে চাই। এই নারায়ণগঞ্জ আগে গডফাদার ও সন্ত্রাসের জেলা হিসেবে পরিচিত ছিল। সেই গডফাদার-সন্ত্রাসের জেলা থেকে আমরা নারায়ণগঞ্জকে উদ্ধার করে একটি সুখি, সমৃদ্ধশালী ও শান্তির নারায়ণগঞ্জ হিসাবে গড়তে চাই। আমরা নারায়ণগঞ্জের মানুষ সবাই ঐক্যবদ্ধ।’

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সদর থানা বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে সদর থানা বিএনপি।

এ সময় সাখাওয়াত হোসেন আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৫ সালের ২৩ নভেম্বর সাম্রাজ্যবাদী শক্তির ইশারায় বন্দিদশা থেকে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশকে মুক্ত করেছিল। এই দেশে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা চালু করেছিল। ১৯ দফা কর্মসূচির মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুখি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্নকে ১৯৮১ সালে কালুরঘাট চট্টগ্রাম সার্কিট হাউজে তাকে হত্যা মাধ্যমে পরিসমাপ্তি ঘটানো হয়।’

গত ১৫ বছর শেখ হাসিনা সরকার ‘ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা’ কায়েম করেছিল বলে মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, ‘সেই ব্যবস্থা থেকে ছাত্র-জনতার যৌথ উদ্যোগে যে শাসন ব্যবস্থা চালু হয়েছে, সে শাসন ব্যবস্থার অংশ হলো এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা এই সরকারকে সাহায্য সহযোগিতা করে এদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। এ দেশকে একটি সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে তুলবো।’

সমাবেশে প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু।

তিনি বলেন, ‘আজ আমাদের মাঝে এই ১৯ দফা কর্মসূচি আছে। আমরা এই কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এই ১৯ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের ২০ কোটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই।’

সদর থানা বিএনপির সভাপতির মাসুদ রানার সভাপতিত্বে এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়