ভাড়া না কমালে হরতাল সফল করুন: বাসদ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহবায়ক নিখিল দাস ও সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব এক বিবৃতিতে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৩ টাকা কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে শনিবারের মধ্যে বাসভাড়া ১০ টাকা কমিয়ে ৪৫ টাকা করা এবং শিক্ষার্থীদের হাফভাড়া করার দাবি জানান। ভাড়া না কমালে ১৭ নভেম্বর সকাল ৬ টা থেকে ২ টা পর্যন্ত সর্বাত্মক হরতাল সফল করার আহবান জানান তারা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এক বিবৃতিতে এই আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, বিগত স্বৈরাচারী সরকারের আমলে পরিবহনের ভাড়া বাসমালিকদের ইচ্ছায় সবসময় নির্ধারিত হতো। নারায়ণগঞ্জে তা একধাপ এগিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায় করতো। শোনা যেতো এখান থেকে মোটা অংকের টাকা নারায়ণগঞ্জের চাদাবাজগডফাদারদের দেয়া হতো। তাই পরিবহন সিন্ডিকেট বিআরটিএ-র যোগসাজশে ঢাকা নারায়ণগঞ্জ রুটের দূরত্ব বেশি দেখিয়ে অধিক ভাড়া আদায় করতো। এমনকি বিআরটিএর নির্দেশনা উপেক্ষা করে রুটের বিভিন্ন পয়েন্টে বেশি ভাড়া নিতো এবং সিএনজি চালিত গাড়ির ভাড়া কম হলেও বিভিন্ন রুটে ডিজেলের গাড়ির ভাড়া হিসাবে সিএনজি চালিত গাড়ির ভাড়া আদায় করা হতো। কিন্তু প্রশাসন বরাবর এব্যাপারে নির্বিকার থেকেছে।
নেতৃবৃন্দ আরও বলেন, ৫ আগস্ট ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পর সমস্ত আওয়ামী গডফাদাররা পালিয়ে যায়। মানুষের প্রত্যাশা ছিলো এবার যাত্রী স্বার্থে পরিবহনের ভাড়া কমে আসবে। কিন্তু বাস মালিকরা স্বৈরাচারী সরকারের সময়ের মতোই ভাড়া আদায় করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৪৫ টাকা ও ছাত্রদের হাফ পাশের দাবি করা হলে জেলা প্রশাসকের কার্যালয়ে কয়েক দফা আলোচনার পরও বাস মালিকরা ভাড়া কমাতে অপারগতা প্রকাশ করে। এখানে মনে হয়েছে জেলা প্রশাসক বৃহত্তর যাত্রী সাধারণের স্বার্থ না দেখে বাসমালিকদের হীনস্বার্থ রক্ষা করে চলেছেন। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ভাড়া কমানোর আন্দোলনের মুখে সর্বশেষ গতকাল জেলা প্রশাসক মাত্র ৩ টাকা ভাড়া কমানোর প্রস্তাব করেছেন। বাসদ বাস সিন্ডিকেটের স্বার্থ রক্ষার এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামও এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের দাবি না মানলে আগামী ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল আহŸান করা হয়েছে। বাসদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে হরতালে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে।
নেতৃবৃন্দ আগামীকাল ১৫ নভেম্বর বিকাল ৩ টায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের গণসমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচিতে সকলকে অংশ নেয়ার আহবান জানান।