১৭ নভেম্বর হরতাল সফল করুন: গণসংহতি
বাসভাড়া কমানোর দাবিতে যাত্রী অধিকার ফোরামের ডাকা হরতাল কর্মসূচি সফল করার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজনৈতিক দলটির নারায়ণগঞ্জ জেলা শাখার সমন্বয়কারী তরিকুল সুজন ও মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব এক বিবৃতিতে এই আহ্বান জানান।
দলটির নেতারা নারায়ণগঞ্জবাসীকে আগামী ১৭ নভেম্বর বাস ভাড়া কমানোর দাবিতে অর্ধদিবস হরতাল পালনের জন্য আহ্বান জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘গত ২৬ অক্টোবর যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ প্রেসক্লাবে নারায়ণগঞ্জের সকল রুটে বাস ভাড়া কমানোর দাবিতে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম পরিস্কারভাবে জানিয়েছি, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। অন্য সকল রুটে যৌক্তিক বাস ভাড়া নির্ধারণ করতে হবে। শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালু করতে হবে। বিআরটিসি এসি বাস ভাড়া ৬০ টাকা এবং বেসরকারি এসি বাসের ভাড়া ৬৫ টাকা নির্ধারণ করতে হবে। কিন্তু আমরা দেখলাম সংবাদ সম্মেলনের ১৪ দিন পার হলেও নারায়ণগঞ্জের প্রশাসন আমাদের যৌক্তিক দাবি পাশ কাটিয়ে বাস মালিকদের পক্ষে অবস্থান নিয়েছেন।’
‘বিগত সরকারের সময়ে পরিবহন খাত ছিল ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। যথেচ্ছভাবে ভাড়া বাড়িয়ে জনগণের দুর্ভোগ তৈরিতে স্থানীয় বিআরটিএ ও প্রশাসন সব সময় তাদের সাহায্য করেছে। শেখ হাসিনার সরকার জনগণের বিরুদ্ধে গিয়ে অযৌক্তিকভাবে কিলোমিটার প্রতি গণপরিবহনের ভাড়া নির্ধারণ করেছে। ৫ আগস্ট শেখ হাসিনার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের পরিবহন সিন্ডিকেটের হর্তাকর্তারা দেশ ছেড়েছেন, কেউবা গা ঢাকা দিয়েছেন। দেশের পরিবর্তিত বাস্তবতায় এখন নারায়ণগঞ্জের সাধারণ মানুষের দাবি নারায়ণগঞ্জ থেকে ঢাকাসহ সব রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করতে চাই, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বাস ভাড়া কমানোর ব্যাপারে আন্তরিক। আমরা জেলা প্রশাসককে ১৫ নভেম্বরের মধ্যে বাস ভাড়া কমানোর সময় বেঁধে দিয়েছি। যদি ১৫ নভেম্বরের মধ্যে বাস ভাড়া না কমে তবে আগামী ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ শহরে অর্ধদিবস হরতাল পালিত হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করি। সুতরাং আমরা চাই না, এ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হোক এবং এই সরকারের বিরুদ্ধে হরতাল পালিত হোক। জনগণের দাবির প্রতি আমরা আপোষহীন। সুতরাং যদি আমাদের যৌক্তিক দাবিকে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক পাশ কাটিয়ে যাবার চেষ্টা করেন, তার ফল ভালো হবে না। সুতরাং আগামী ১৫ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে বাস ভাড়া কমানোর ঘোষণা দিতে হবে। অন্যথায় আগামী ১৭ নভেম্বর অর্ধদিবস হরতাল পালিত হবে।’