বিএনপিতে সন্ত্রাসীদের কোন স্থান নেই: মুকুল
বন্দরে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপি নেতা আলহাজ্ব আতাউর রহমান মুকুল। শুক্রবার (৮ নভেম্বর) বাদ আছর বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চুনাভূরা এলাকায় বিশেষ দোয়ার মাধ্যমে এ কার্যালয় উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে আতাউর রহমান মুকুল বলেন, বিএনপি হলো শান্তির দল। বিএনপি হলো গণতন্ত্রের দল। দেশের চরম দুর্দিনে বিএনপিকেই বার বার হাল ধরতে হয়েছে। এবারও তার কোন ব্যতিক্রম ঘটেনি। একটি মহল বিএনপিকে দুর্নাম করার জন্য বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে। আপনাদের মনে রাখতে হবে সন্ত্রাসীদের বিএনপিতে কোন স্থান নেই।
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি মো. সাফিক এর সভাপতিত্বে বিএনপি কার্যালয় উদ্ধোধন কালে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা আওলাদ হোসেন, বন্দর থানা বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাক, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, জব্বার পাঠান, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুক চৌধুরী, আল মামুন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাবিব মেম্বার, সাংগঠনিক সম্পাদক স্বপন মাহামুদ, বিএনপি নেতা রাজ্জাক মিয়া, মোক্তার হোসেন, হৃদয়, নাঈম, বাদল, কলাগাছিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপি নেতা ফারুকুল ইসলাম, সিপন, সাহাদাত হোসেন, মামুন, রিপন, বিএনপি নেতা আলতাফ হোসেন, নাসির ভূইয়া, জাকির স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বিএনপি কার্যালয় উদ্বোধন কালে দোয়া পরিচালনা করেন চুনাভূরা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা আল আমিন।