০৩ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০০, ২ নভেম্বর ২০২৪

জনভোগান্তি দূর করতে ডিজিটাল সার্ভে করা হচ্ছে: হাসান আরিফ

জনভোগান্তি দূর করতে ডিজিটাল সার্ভে করা হচ্ছে: হাসান আরিফ

নারায়ণগঞ্জে জমি সংক্রান্ত সব ধরণের জনভোগান্তি দূর করতে অচিরেই ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প বাস্তবায়ন করা হবে জানিয়েছেন স্থানীয় সরকার, সমবায় ও ভূমি মন্ত্রনালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শনিবার (২ নভেম্বর).বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নবীগঞ্জ খেয়াঘাট মাঠে প্রকল্পটির আওতায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। 

উপদেষ্টা হাসান আরিফ জানান, ৩৮৩ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি বাস্তবায়ন করতে ভূমি মন্ত্রনালয়কে ২০২৬ সালের অক্টোবর মাস পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। তিনি আশা করছেন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পিটি বাস্তবায়ন হবে। 

উপদেষ্টা হাসান আরিফ বলেন, ভূমি জরিপের অস্বচ্ছতার কারণে দেশের বৃহৎ জনগোষ্ঠী যুগের পর যুগ ধরে ভূমি সংক্রান্ত বিষয়ে নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। এই জনভোগান্তি দূর করতে ও মানুষকে চিরতরে পরিত্রান দিতে ডিজিটাল সার্ভে করা হচ্ছে। এর আওতায় খুঁটিনাটি সবগুলো বিষয় পর্যবেক্ষন করা হবে। আগামী ৫০ বছর এর মেয়াদ থাকবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ভূমি জরিপ নিয়ে সমাজের অস্থিরতা, অস্বচ্ছতা ও দূর্ণীতি দূর হবে।যে কোন ব্যক্তি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান, নকশা, রেকর্ড ও খাজনা পরিশোধ সহ জমি সংক্রান্ত সব ধরণের সঠিক তথ্য পাবেন। কোন ধরণের অস্বচ্ছতা বা দূর্ণীতি আর থাকবে না। শহরে ও গ্রাম-গঞ্জে জমি সংক্রান্ত ফৌজদারি মামলাও কমে যাবে। এতে করে মানুষের মধ্যে পারিবারিক এবং সামাজিক বন্ধন ও সম্পর্কের উন্নতি হবে।  

ভূমি অফিসগুলোতে দূর্ণীতি ও ঘুষ লেনদেন সহ নানা অনিয়মের অভিযোগ উল্লেখ করে স্থানীয় সরকার, সমবায় ও ভূমি উপদেষ্টা হাসান আরিফ আরও জানান, এই সমস্যা দূর করতে সরকার কল সেন্টার সেবাও চালুর করতে যাচ্ছে। যার মাধ্যমে যে কোন ব্যক্তি অভিযোগ দিলে সরকার তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবে। 

এ সময় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তপর (গ্রেড-১) মহাপরিচালক মো. মনিরুজ্জামান, ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প পরিচালক জিয়াউদ্দীন আহমেদ এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। 

সর্বশেষ

জনপ্রিয়