০২ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৬, ৩১ অক্টোবর ২০২৪

‘ছাত্র সমন্বয়ক’ পেটানোর হুমকি সাবেক ছাত্রলীগ নেতার

‘ছাত্র সমন্বয়ক’ পেটানোর হুমকি সাবেক ছাত্রলীগ নেতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পেটানোর ঘোষণা দিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিত৷ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক ফেসবুক পোষ্টে এমন ঘোষণা দেয় ছাত্রলীগের এ নেতা৷

পোস্টে তিনি লেখেন, ‘হে আল্লাহ আমি যদি আমার জীবনে একটাও পূণ্যর কাজ করে থাকি, সেই উছিলায় আপনি আমাকে একজন হলেও সমন্বয়ক পিটানোর তৌফিক দিন! আমিন।’

সাকিব আঞ্জুম সুস্মিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। নানা কারণেই বিতর্কিত সাবেক এই ছাত্রলীগ নেতা। অপকর্মের জন্য ছাত্রলীগ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যায় সুস্মিত। এলাকা ছাড়া হলেও ফেসবুকে সক্রিয় সে। বিভিন্ন ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে ফেসবুকে বেশ সরব।

২০২০ সালের ফেব্রুয়ারি মাসে বিতর্কিত সুস্মিতের বিরুদ্ধে সন্ত্রাস, বাসের হেলপারকে মেরে দাঁত ফেলে দেয়ার ঘটনায় মামলা হয়েছিল। এর আগেও তার বিরুদ্ধে নারীসহ তিনজনকে মারধরের অভিযোগ করা হয়েছিল থানায়।

সেই সময় সুস্মিতকে বহিষ্কারের সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠায় মহানগর ছাত্রলীগ। চিঠিতে বলা হয়, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপরাধমূলক কার্যক্রমের প্রমাণ মিলেছে। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এতে মহানগর ছাত্রলীগ বিব্রত। তাই তাকে স্থায়ী বহিষ্কারের সুপারিশ করা হলো।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাকিব আঞ্জুম সুস্মিত আবুল মিয়া নামে এক বাসের হেলপারকে মেরে দাঁত ফেলে দেয়। এ ঘটনায় সুস্মিতসহ তিনজনের নাম উল্লেখ করে বন্দর থানায় মামলা করেন আবুল মিয়া।

এর আগে ছাত্রলীগ নেতা সুস্মিতের বিরুদ্ধে গত ২০১৯ সালের ২৮ নভেম্বর ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে এক গৃহিনীর শ্লীলতাহানীসহ তার দুই দেবরকে পিটিয়ে আহত করার অভিযোগ দায়ের করা হয় থানায়। পরে দলীয় প্রভাব খাটিয়ে আপোস মিমাংসার মাধ্যমে ওই ঘটনায় ছাড় পায় সুস্মিত।

সর্বশেষ

জনপ্রিয়