ইউশা ইসলামের মায়ের ইন্তেকাল, ছাত্র ও যুব ফেডারেশনের শোক

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলামের মা সোমবার (২৮ এপ্রিল) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক লাইফ সাপোর্টে নেওয়ার প্রয়োজন হলেও নারায়ণগঞ্জে উন্নত চিকিৎসা না থাকায় ঢাকামুখি হতে হয়। পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন। জেলা সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা যৌথ বিবৃতিতে বলেন, “দিনের পর দিন নারায়ণগঞ্জ শহরের নাগরিকরা চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছেন। প্রাচ্যের ড্যান্ডি বলে খ্যাত এ বাণিজ্যনগরীতে দুটি সরকারি হাসপাতাল থাকলেও স্বাস্থ্যসেবা কার্যত অচল। আইসিইউ থাকলেও তা সাধারণ মানুষের নাগালের বাইরে, ফলে মানুষ প্রাণ হারাচ্ছে যাত্রাপথে। আমরা উন্নত চিকিৎসার নিশ্চয়তা চাই।”
বিবৃতিতে ছাত্র ফেডারেশন ইউশা ইসলাম ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমার রূহের মাগফিরাত কামনা করে। তারা জানান, শোকের এই মুহূর্তে তারা ইউশা ইসলামের পাশে রয়েছে।
এছাড়া, বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয় ও সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি এক শোকবার্তায় বলেন, “একজন মায়ের অকাল প্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে আমরা ইউশার পাশে আছি এবং তার জন্য প্রার্থনা করছি।”