২০ এপ্রিল ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯:২১, ২০ এপ্রিল ২০২৫

সেলিম মাহমুদ ও গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

সেলিম মাহমুদ ও গ্রেফতারকৃত শ্রমিকদের মুক্তির দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসদ নেতা সেলিম মাহমুদ ও রবিনটেক্স বাংলাদেশ লিমিটেড-এর শ্রমিক ইউনিয়নের সভাপতি সীমা আক্তারসহ গ্রেফতারকৃত সকল শ্রমিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট, নারায়ণগঞ্জ জেলা শাখা।

রোববার (২০ এপ্রিল) বিকেল ৫টায় শহরের ২নং রেল গেইট চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জামাল হোসেন এবং সঞ্চালনায় ছিলেন জেলার অর্থ সম্পাদক গোলাম রাব্বানী।

মানববন্ধনে বক্তব্য রাখেন রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম কাদির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সহসভাপতি তাজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, বাসদ বন্দর শাখার সংগঠক মুন্নি সরদার প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, ১৫ এপ্রিল দিবাগত রাত দেড়টায় ফতুল্লার নিজ বাসা থেকে সেলিম মাহমুদকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই আটক করা হয়। সেলিম মাহমুদের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলার একটিতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ধারা যুক্ত করা হয়েছে। অথচ, ওই মামলায় তার নাম ছিল না। শুধুমাত্র শ্রমিকদের আন্দোলনে সংহতি জানানো এবং আইনি সহায়তা দেওয়াই তার "অপরাধ"।

নেতৃবৃন্দ বলেন, রবিনটেক্স কর্তৃপক্ষ সরকারের নির্দেশনা উপেক্ষা করে ঈদের আগে ১৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করেছে, যা সরাসরি শ্রম মন্ত্রণালয়ের আদেশ লঙ্ঘন। এ ছাড়া শ্রমিক ইউনিয়ন গঠনের প্রক্রিয়া চলাকালীন সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাদের হয়রানি ও গ্রেফতার শ্রম আইনেরও সুস্পষ্ট লঙ্ঘন।

তারা আরও বলেন, শুধুমাত্র বেতন পরিশোধ নয়, সংগঠিত হয়ে দরকষাকষির অধিকারও শ্রমিকের মৌলিক অধিকার। সেই অধিকার রোধের মাধ্যমে মালিকপক্ষ শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করার সুযোগ তৈরি করছে।

বক্তারা অবিলম্বে সেলিম মাহমুদসহ গ্রেফতারকৃত সব শ্রমিকের নিঃশর্ত মুক্তি, দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, চাকরিচ্যুত শ্রমিকদের পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে শ্রম নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়