২০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৪৮, ১৯ এপ্রিল ২০২৫

সরকারি কদম রসুল কলেজে ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

সরকারি কদম রসুল কলেজে ছাত্র ফেডারেশনের কমিটি গঠন

নারায়ণগঞ্জে বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে শিক্ষার সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা সংস্কারের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সরকারি কদম রসুল কলেজ কমিটি গঠিত হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) জেলা কার্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের জেলা সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহার উপস্থিতিতে ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান শফিক উদ্দিন শিপন এবং সদস্য সচিব হন রিফাত চৌধুরী।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন: যুগ্ম আহ্বায়ক- অনামিকা চৌধুরী, অর্থ সম্পাদক- আরাফ হোসেন, পাঠচক্র বিষয়ক সদস্য- আরিফ হাসান, প্রচার সম্পাদক- জিদান হোসেন তালহা, সদস্য- মো. রাব্বি এবং ৪টি পদ কো-অপ্ট রাখা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক শফিক উদ্দিন শিপন বলেন, “অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে কদম রসুল কলেজসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষমতাসীন দল একচেটিয়া দখল ও অগণতান্ত্রিক পরিবেশ তৈরি করেছিল। ছাত্র আন্দোলন সেই শোষণের বিরুদ্ধে লড়াই চালিয়ে এসেছে এবং সেই ধারাবাহিকতায় এই কমিটি গঠন করা হয়েছে। আমরা অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে ছাত্রদের সংগঠিত করে বৈষম্যহীন গণতান্ত্রিক ক্যাম্পাস গঠনে কাজ করে যাবো।”

সর্বশেষ

জনপ্রিয়