২০ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৭, ১৮ এপ্রিল ২০২৫

শ্রম আদালতের সদস্য মনোনীত হওয়ায় ২ নেতাকে বরণ 

শ্রম আদালতের সদস্য মনোনীত হওয়ায় ২ নেতাকে বরণ 

নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হিসেবে নিযুক্ত হওয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ আব্দুল মোমিন এবং নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরীর শ্রমিক কল্যাণ ফেডারেশন কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক নুরুল আমিন।

বাংলাদেশ শ্রম মন্ত্রণালয়ের অধীনে শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) অনুযায়ী শ্রমিক প্রতিনিধি হিসেবে উভয়কে নারায়ণগঞ্জ শ্রম আদালতের সদস্য হিসেবে মনোনীত করা হয়। এই উপলক্ষে তাদের সম্মানে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী অঞ্চল পরিচালক এস এম শাজাহান, মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরী, ঢাকা জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “এই মনোনয়ন শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মালিক-শ্রমিক বিরোধ নিষ্পত্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। এ অঞ্চলে শ্রমিক স্বার্থ রক্ষায় এটি একটি অগ্রণী পদক্ষেপ।”

সর্বশেষ

জনপ্রিয়