বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গসাথী ক্লাবের উদ্যোগে দুই হাজার একশত জন মানুষের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) দুপুরে পশ্চিম দেওভোগ আলী আহাম্মদ চুনকা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন বঙ্গসাথী ক্লাব কার্যালয় থেকে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় দোয়া ও মিলাদ পরিচালনা করেন দেওভোগ আখড়া বায়তুল শরিফ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী।
এসময় উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব ওবায়েদ উল্লাহ, বঙ্গসাথী ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী রেজা রিপন, আলহাজ্ব মাওলানা নাসির উদ্দিন, আলহাজ্ব আজিজুল ইসলাম তপন, মো. শাহজাহান, মো. নাজির হোসেন, মো. আল-আমীন প্রমুখ।