শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণের উদ্যোগে শুক্রবার (২৮ মার্চ) সকালে শহরের চাষাঢ়া শ্রমিক কল্যাণের কার্যালয়ে দুই শতাধিক মেহনতি শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন। এসময় তিনি বলেন, ‘আমাদের এই কাজটি রাষ্ট্রের কাজ, রাষ্ট্র যদি সরকারি ভাবে যাকাত ব্যবস্থা চালু রেখে প্রত্যেকটি পরিবারের দায়িত্ব নিতো তাহলে আপনাদের কষ্ট করে এখানে আসা লাগতো না। যাকাত গরিবের হক, এটা কারো দান নয়।’ তিনি আরো বলেন, ‘আল্লাহর রাসূলের নির্দেশ, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও।’
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মাওলানা আবদুল কাইয়ুম। তিনি বলেন, ‘শ্রমিকদের ন্যায্য পাওনা সঠিক সময়ে পরিশোধ করা এবাদত, দেশে যদি কুরআনের বিধান চালু হয়, তাহলে শ্রমিকরা সবচেয়ে বেশি উপকৃত হবে।’
এসময় নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিনের সভাপতিত্বে সেক্রেটারি সোলাইমান হোসাইন মুন্নার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরী শ্রমিক কল্যাণের সহ-সভাপতি মুন্সি মুহাম্মদ আবদুল্লাহ ফাইসুল, মাওলানা আবদুল হাই, সহকারী সেক্রেটারি এড. সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন, মহানগর নির্বাহী সম্পাদক এরশাদ খান, ইকবাল হোসাইন, শহীদুল ইসলাম সহ স্থানীয় শ্রমিক কল্যাণ নেতৃবৃন্দ।