০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:০৮, ২৬ মার্চ ২০২৫

মহানগর টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলন

মহানগর টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সম্মেলন

মহান স্বাধীনতা দিবস উদযাপন এবং বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) বিকাল ৩টায় আলী আহম্মেদ চুনকা পাঠাগারে এই আয়োজন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, শ্রমিক নেতা এড. মাহবুবর রহমান ইসমাইল।

নাজমুল হাসান নান্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ুন কবির, শ্রম আদালত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. রকিবুল হাসান শিমুল, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক এফ এম আবু সাঈদ, বাংলাদেশ আউট সোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. ইকবাল বাবু, ফতুল্লা আঞ্চলিক কমিটির সমন্বয়ক আ. রব রবিন, বিসিক আঞ্চলিক কমিটির সমন্বয়ক রমজান শেখ, ওয়ার্কার্স লিগ্যাল এইড কাউন্সিলের পরিচালক মামুন চৌধুরী, আহ্বায়ক জয়নাল আবেদিন, সদস্য সচিব আলমগীর দেওয়ান।

প্রধান অতিথি এড. মাহবুবর রহমান ইসমাইল তার বক্তব্যে বলেন, “ঈদ হঠাৎ করে বছরে একদিন আসে না, নির্ধারিত দিনেই ঈদ আসে, অথচ আমরা যখন সম্মেলন করছি, তখন সারাদেশে গার্মেন্টস, আউটসোর্সিংসহ বিভিন্ন শিল্প কারখানায় শ্রমিকদের এখনও ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। যেখানে যতটুকু ঈদ বোনাস দেওয়া হয়েছে, সেটিও আইন অনুযায়ী দেওয়া হয়নি।” তিনি আরও বলেন, “এটি প্রমাণিত হয় যে, ১২টি গার্মেন্টসের মালিকরা শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে বিদেশে পালিয়েছেন অথবা পলাতক আছেন। বিজিএমইএ ও বিকেএমইএ এক্ষত্রে সঠিক ভূমিকা পালন করছে না।”

তিনি শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবী জানিয়ে বলেন, “শ্রমিকদের অভুক্ত রেখে বা ক্ষুধার্ত রেখে শিল্পায়নের পূর্ণ বিকাশ সম্ভব নয়। কারণ একজন ক্ষুধার্ত শ্রমিক সর্বোচ্চ উৎপাদন দিতে পারে না।” তিনি আরও বলেন, “টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন যাবৎ এই শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালুর জন্য জাতীয় বাজেটে বরাদ্দের দাবী জানিয়ে আসছে।”

এড. মাহবুবর রহমান ইসমাইল আরও বলেন, “আই এল ও এর নির্দেশনা মোতাবেক গার্মেন্টস শিল্প কারখানায় ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে এবং আউট সোর্সিং শ্রমিকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিতে হবে, শ্রম আইন অনুযায়ী তাদের সকল পাওনা পরিশোধ করতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়