০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ২৩ মার্চ ২০২৫

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

ঈদের আগে শ্রমিকদের পূর্ণ বোনাস, সকল বকেয়া ও মার্চ মাসের বেতন পরিশোধ, শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধ, বন্ধ কারখানা চালু, রি-রোলিং কারখানায় শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্রসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্টের উদ্যোগে রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এই মানববন্ধনে রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন: রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, অর্থ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ঈদের সময় বেতন ও বোনাস নিয়ে কারখানাগুলোতে সংকট তৈরি হয়। সরকার ঘোষিত মজুরি কাঠামোর বাস্তবায়ন নেই এবং রি-রোলিং কারখানাগুলোতে মালিকেরা শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান করেন না, যার ফলে সেখানে শ্রম আইন কার্যকর হয় না। এ সুযোগে মালিকরা শ্রমিকদের বোনাস থেকে বঞ্চিত করে এবং অনেক ক্ষেত্রে বোনাসও দেওয়া হয় না।

নেতারা আরো বলেন, শ্রমিকরা বোনাসের দাবি করলে তাদের উপর নির্যাতন করা হয় এবং চাকরি হারানোর সম্ভাবনা থাকে। সরকারি প্রতিষ্ঠানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়, অথচ উৎপাদনের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা ঘুরানো শ্রমিকদের ঠিকমতো বোনাস দেওয়া হয় না। তারা সরকারের কাছ থেকে দাবি করেন, সকল রি-রোলিং ও স্টিল মিলসে শ্রমিকদের পূর্ণ বোনাস প্রদান করতে হবে এবং মার্চ মাসের বেতন পরিশোধ করতে হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে ঈদের আগে শ্রমিকদের মার্চ মাসের বেতন, বোনাসসহ সকল পাওনাদি পরিশোধের দাবি জানান।

সর্বশেষ

জনপ্রিয়