০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ২২ মার্চ ২০২৫

মুসলিম একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মুসলিম একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মুসলিম একাডেমীর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণকালে বক্তারা বলেন, মাসদাইর মুসলিম একাডেমী একটি ঐতিহ্যবাহী সামাজিক সেবামূলক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে অত্র এলাকার গরীব ছিন্নমূল মানুষের মধ্যে প্রতি বছরই বিভিন্ন অনুষ্ঠান যেমন মৃত ব্যক্তিদের জন্য দোয়া ও মিলাদ মাহফিল, বিনামূল্যে দাফন কাফনের ব্যবস্থা, অসহায় ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ, বৃক্ষরোপন কর্মসূচী, শীতবস্ত্র বিতরণসহ জন্যান্য সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।

উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নিবাহী পরিচালক আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম খানের সঞ্চালনায় ও সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আইনজীবি, সমাজসেবক মুসলিম একাডেমীর প্রতিষ্ঠাতা ড. তৈমূর আলম খন্দকার বলেন, অনেক সামাজিক কর্মকান্ড এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই মুসলিম একাডেমী জড়িত। বাংলাদেশে এমন একটা সময় ছিলো যখন মুসলিম শব্দটি ব্যবহার করা যেতো না। তখন এই মুসলিম একাডেমীর প্রতিষ্ঠা করা হয়। এজন্য অনেক বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। বহুবার চেষ্টা করা হয়েছে দখল করার জন্য। তারপরও এই মুসলিম একাডেমী এখন পর্যন্ত টিকে রয়েছে।

তিনি আরও বলেন, প্রতি বছরই আমরা ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। প্রতিবছরের মতো এবারও আমরা ঈদ সামগ্রী বিতরণ করছি। সেই সাথে প্রতিবছরই যেন আমাদের এই ধারাবাহিকতায় অব্যাহত সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থণা করছি। মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এই মসুলিম একাডেমীর উদ্যোগে বছরজুড়েই নানা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, একাডেমীর উর্ধ্বতন সহ-সভাপতি আলহাজ আবু সিদ্দিক ভূঁইয়া, সহ-সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি হাজী মোহাম্মদ হোসেন শেখ, যুগ্ম নির্বাহী পরিচালক জনাব মাকছুদুল আলম খন্দকার, সহ-নির্বাহী পরিচালক খসরু নোমান, পরিচালক অর্থ আলহাজ শাহাবদ্দিন আহম্মদ খন্দকার, পরিচালক দপ্তর ও প্রচার মো. আব্দুল হালিম, পরিচালক শিক্ষা ও সংস্কৃতি শাহআলম ভূঁইয়া, পরিচালক ক্রীড়া মো. রবিউল আলম খান, পরিচালক পাঠাগার নাজমুল কবির নাহিদ, পরিচালক সমাজকল্যাণ মো. মনির হোসেন খাঁন, পরিচালক ধর্ম ডা. মো. নুরুল হক, পরিচালক আলহাজ্ব শাহজাহান আহাম্মদ প্রধান, পরিচালক আলহাজ গোলজার হোসেন, পরিচালক আলহাজ্ব আবুল কালাম আজাদ, পরিচালক আক্তারুজ্জামান খান, পরিচালক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, আজীবন সদস্য আলহাজ এস.এম শাহিন, আলহাজ আব্দুল হক মুন্সী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ

জনপ্রিয়