০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২১, ২০ মার্চ ২০২৫

হাজী মিসির আলি ডিগ্রী কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

হাজী মিসির আলি ডিগ্রী কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

হাজী মিসির আলি ডিগ্রী কলেজ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

৯ সদস্যের কমিটিতে সভাপতি শাহরিয়ার আকবর সিয়াম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিয়াস, সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া আহমেদ, সহ-সভাপতি সুমাইয়া আক্তার, সিনিয়র যুগ্ম সম্পাদক জোবায়ের মোল্লা, যুগ্ম সম্পাদক সিনথিয়া আমিন, সাংগঠনিক সম্পাদক সৈকত আহমেদ, দপ্তর সম্পাদক মোরসালিন মাহমুদ শিশির, ছাত্রী বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার। 

বিজ্ঞপ্তিতে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

নব নির্বাচিত কমিটির সভাপতি শাহরিয়ার আকবর সিয়াম দায়িত্ব গ্রহণের পর বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার বাবা এম,এ,আকবর ফতুল্লা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বাবার হাত ধরেই আমার রাজনীতির পথচলা শুরু। আমাদের প্রথম দায়িত্ব হলো ঐক্যবদ্ধভাবে কেন্দ্র ঘোষিত কার্যক্রমগুলোতে সক্রিয় থাকা। এছাড়াও, পদবঞ্চিত নেতাদের এক পতাকা তলে নিয়ে আসাই হবে আমাদের প্রধান কাজ।

সর্বশেষ

জনপ্রিয়