০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১১, ১৯ মার্চ ২০২৫

শ্রমিক অসন্তোষের জন্য মালিক এবং প্রশাসন দায়ী থাকবে: শ্রমিক ফ্রন্ট

শ্রমিক অসন্তোষের জন্য মালিক এবং প্রশাসন দায়ী থাকবে: শ্রমিক ফ্রন্ট

নারায়ণগঞ্জের গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে বুধবার বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জ চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ডে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, সিদ্ধিরগঞ্জ থানার সংগঠক হাসান মাহমুদ, নির্মল বর্মন, তৌহিদুল ইসলাম সুজন। 

নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের উচ্চ মূল্য এবং ঈদের সময়ে শ্রমিকদের হতাশা নিয়ে আলোচনা করে। তারা বলেন, "দরিদ্র শ্রমজীবী মানুষ ঈদের সময় পরিবারের জন্য কিছু ভাল খাবার ও জামা কাপড় কিনতে চায়, কিন্তু তাদের মজুরি কম এবং বোনাস না দেওয়ার কারণে তাদের ঈদ আনন্দে বাধা সৃষ্টি হয়।"

নেতৃবৃন্দ আরও বলেন, গার্মেন্টস শ্রমিকদের ঈদের বোনাসের ক্ষেত্রে মালিক পক্ষ নিয়মিত গড়িমসি করে। কিছু কারখানায় হাফ বোনাস দেওয়া হলেও, অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা বোনাস না পেয়ে ৫০০/১০০০ টাকা বকশিশ পেয়ে থাকে, যা তাদের জন্য অপ্রতুল।

"সরকারি প্রতিষ্ঠানে যেখানে বেসিকের সমান বোনাস দেওয়া হয়, সেখানে গার্মেন্টস শ্রমিকদের ঠিকভাবে বোনাস দেওয়া হয় না," তারা মন্তব্য করেন।

নেতৃবৃন্দ বলেন, "শ্রমিকদের ঈদের আগে মার্চ মাসের বেতন এবং পূর্ণ বোনাস ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। শ্রমিকদের বেতন-বোনাস ঈদের শেষ মুহূর্তে দিলে তাদের বাড়ি যাওয়ার তাড়াহুড়োয় ভালো করে কেনাকাটা করতে পারে না।"

এছাড়া, তারা আরও বলেন, "মালিকদের গড়িমসির কারণে যদি শিল্প এলাকায় শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়, তবে তার জন্য মালিক এবং প্রশাসন দায়ী থাকবে।"

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সরকারের কাছে এবং মালিক পক্ষের কাছে শ্রমিকদের বেতন-বোনাস দ্রুত পরিশোধের দাবি জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।  

সর্বশেষ

জনপ্রিয়