মহানগর ও জেলা ইসলামী যুব মজলিসের কমিটি পুনর্গঠন

ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ ২০২৫) বিকাল সাড়ে চারটায় মহানগর মজলিস মিলনায়তনে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ সেশনের জন্য মহানগর ও জেলা কমিটি পুনর্গঠন করা হয়।
কাউন্সিলে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের বিদায়ী সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. মহিউদ্দিন জামীল। বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ইকবাল হোসাইন কয়সর।
নবগঠিত মহানগর কমিটিতে সভাপতি ডা. মোতাহার হুসাইন, সহ-সভাপতি মুহাম্মাদ তানভীর হাসান, সালাউদ্দিন আহমেদ, সেক্রেটারি সামসুর রহমান, সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল-মামুন, তানভীর ইসলাম সজল, সাংগঠনিক সম্পাদক শামিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বাইতুলমাল সম্পাদক সালেহীন, প্রচার সম্পাদক সাজিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক মুফতি নোমান আহমদ, নির্বাহী সদস্য মোহাম্মদ, ইয়াসিন আহমদ।
জেলায় সভাপতি রিফাত আহমদ সাজিদ, সহ-সভাপতি আহমদ যোবায়ের তানভীর, আহমদ আব্দুল্লাহ নাফি, সেক্রেটারি ইউসুফ আহমদ, সহ-সেক্রেটারি তানভীর ইমাম, হাফেজ শরীফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক যুবায়ের ইসলাম, বাইতুলমাল সম্পাদক যোবায়ের আহমদ আলভি, প্রচার সম্পাদক আহমদ মুত্তাকী তাসলীম, শিক্ষা সম্পাদক ক্বারি মুহাম্মদ ওবাইদুল্লাহ, নির্বাহী সদস্য শিপন, ইশতিয়াক রাসেল।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ইসলামী যুব মজলিসের লক্ষ্য সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং তরুণ সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলা। তারা সংগঠনকে আরও শক্তিশালী করার এবং সমাজের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দেন।