জাকির খান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাকির খান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের আহ্বায়ক মো. সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ মুকুল, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, মহানগর কৃষক দলের সহ-সভাপতি সালেহ আহমেদ রনি, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী মশু, মহানগর বিএনপি নেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের প্রতিষ্ঠাতা সভাপতি এস আলম রাজীব, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সাবেক সদর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিংকন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকির হোসেন রাজ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফাহিম হোসেন, জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব মো. আমিনুল ইসলাম, মহানগর কৃষক দলের সহ-সভাপতি মো. সেলিম খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আহমেদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।