ইসলামী ছাত্র আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, ওয়ার্ড প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার (১২ মার্চ) নগর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর সভাপতি এইচ.এম. শাহীন আদনান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাশিম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল খায়রুল আহসান মারজান। তিনি বলেন, "পবিত্র মাহে রমজান চেতনার ও উদ্দীপনার মাস। এই মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন শরীফ, সংঘটিত হয়েছে ঐতিহাসিক বদর যুদ্ধ। আমাদের শপথ নিতে হবে, কুরআনের আইন যেন সমাজ, রাষ্ট্র ও ব্যক্তিজীবনে বাস্তবায়িত হয়। ছাত্রসমাজ এগিয়ে এলে সমাজের পরিবর্তন অসম্ভব নয়। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান তার প্রমাণ। তাই আসুন, ইসলাম বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি।"
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। তিনি বলেন, "প্রিয় ছাত্রবন্ধুরা! নারায়ণগঞ্জের প্রতিটি এলাকায় ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইসলামী আদর্শের দাওয়াত ছড়িয়ে কিশোর গ্যাং মুক্ত, শিক্ষাবান্ধব নগরী গড়ে তুলতে হবে।"
সভাপতি এইচ.এম. শাহীন আদনান বলেন, "আলহামদুলিল্লাহ, ইতোমধ্যে আমরা ২৭টি ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন করেছি। ওয়ার্ড সভাপতি ও সম্পাদকদের নিয়ে প্রতিনিধি সভা করে সমাজের সর্বস্তরে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।"
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামছুল আলম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন, মহানগর ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুফতী ইমদাদুল হক, মুহা. ওমর ফারুক, সহ-সভাপতি এইচ.এম. মিরাজুল ইসলাম।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন: সহ-সভাপতি মুহা. নোমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক গাজী মুহা. তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ আল সাইদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক এম. মাহদী হাসান, কওমী মাদ্রাসা সম্পাদক এইচ.এম. ইউসুফ আহমদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক গাজী মুহাম্মাদ সাইম হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মাদ রুহুল আমিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ আবরারুল করীম, কার্যনির্বাহী সদস্য নাজমুল ইসলাম রাফিন।