নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে ছাত্র ফ্রন্টের সমাবেশ ও মশাল মিছিল

সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে প্রতিবাদী সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ ২ নম্বর রেল গেট এলাকায় ছাত্র সমাবেশ শুরু হয়ে চাষাঢ়া শহিদ মিনারে সমাপ্ত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক নাছিমা সরদার, জেলা সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ কলেজ আহ্বায়ক হাসামিন নিছা, সাবেক জেলা সভাপতি মুন্নী সরদার।
নেতৃবৃন্দ বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। ৮ বছরের শিশু আছিয়াও রেহাই পায়নি, অথচ প্রশাসনের নিরব ভূমিকা দুঃখজনক। বিচারহীনতার যে সংস্কৃতি চলছে, তা বন্ধ করতে হবে।
তারা আরও বলেন, গতকাল অপূর্ব নামে এক ছাত্রদল নেতা ধর্ষণবিরোধী কর্মসূচি থেকে ফেরার সময় ছিনতাইকারীদের কবলে পড়ে জীবন হারিয়েছে। প্রতিদিন এভাবে অসংখ্য জীবন ঝরে যাচ্ছে, অথচ জনগণ জানমালের নিরাপত্তা পাচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, গুম, খুন, ছিনতাই ও ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে, আর প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। আমরা এ নীরবতার তীব্র নিন্দা জানাই।
তারা দাবি করেন, আছিয়া ও অন্যান্য ধর্ষণের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জসহ সারাদেশে নারী ও শিশুবান্ধব নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।
সমাবেশ শেষে মশাল মিছিল চাষাঢ়া শহিদ মিনারে গিয়ে শেষ হয় এবং আন্দোলনকারীরা নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।