ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি মহানগর ছাত্রদলের

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। সোমবার (১০ মার্চ) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হয়রানি ও বিচারহীনতার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গেলেও অপরাধীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে ধর্ষণকারীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রনি বলেন, “নারীদের প্রতি সহিংসতা ও নিপীড়ন উদ্বেগজনক হারে বাড়ছে। অনলাইনে হয়রানি, ধর্ষণসহ নানা অপরাধের বিচার না হওয়ায় অপরাধীরা আরও সাহসী হয়ে উঠছে। আমরা দ্রুত প্রতিকার চাই।”
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম নিরব বলেন, “আমরা চাই, ধর্ষণের তদন্ত ১৫ দিনের মধ্যে শেষ করতে হবে এবং বিচার ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। সরকার যদি তা করতে ব্যর্থ হয়, তাহলে সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে।”
বন্দর থানা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক আলিমুল ইসলাম সিফাত বলেন, “ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও নারীদের প্রতি সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিলুপ্ত কমিটির সহ-সভাপতি মো. লিওন, যুগ্ম সম্পাদক মো. ফেরদৌস, সহ-দপ্তর সম্পাদক ফাহিম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রনি, বন্দর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সভাপতি সাইফুল ইসলাম মাসুদ, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন মোল্লা, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নিলয়, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মো. রিয়াদ ও মো. রিফাত প্রমুখ।