ধর্ষণের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার আহ্বায়ক মৌমিতা নুর এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবিদ রহমান।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, অর্থ সম্পাদক শাহিন মৃধা, প্রচার সম্পাদক রাতুল দেওয়ান, ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক মাহাদি হাসান, পাগলা উচ্চ বিদ্যালয় শাখার আহ্বায়ক আফসানা আহমেদ, 'তারুণ্যের ২৪' নারায়ণগঞ্জ কলেজের সংগঠক তাহমিদ আনোয়ার, সদস্য শেখ সাদী, সোহাগ, ফারজানা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রনেতা সাইদুর রহমান বলেন, “নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ, ছিনতাই, খুন ও গুমের ঘটনার তীব্র নিন্দা জানাই। ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। আজ ৮ মার্চ নারী দিবস, অথচ নারীরা রাস্তায় নিরাপদে চলতে পারে না, এমনকি নিজ বাড়িতেও নিরাপত্তাহীনতায় ভুগছে। শুধু নারীরা নয়, পুরুষরাও আজ ছিনতাইকারীদের কবলে পড়ছে।”
তিনি আরও বলেন, “যদি বিচারহীনতা চলতে থাকে, তাহলে দেশে আরেকটি দুর্বার আন্দোলন গড়ে উঠবে। আমরা সরকারকে আহ্বান জানাই, ধর্ষকদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিন। সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাই। এই ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখা ২৪ ফেব্রুয়ারি থেকে চার দিন ধরে শহীদ মিনারে ধর্ষণবিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে। এই আন্দোলন চলবে যতদিন না ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত হয়।”
মৌমিতা নুর বলেন, “নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য ভূমিকা প্রত্যক্ষ করেছি, অথচ আজ নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থা চলতে পারে না। আমাদের মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন করতে হবে। যতদিন ধর্ষণ বন্ধ না হবে এবং ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হবে, ততদিন আমাদের লড়াই চলবে। ধর্ষকদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদেরও জাতির সামনে উন্মোচিত করতে হবে।”
প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করুন। নারায়ণগঞ্জ একটি শিল্প নগরী, যেখানে বহু নারী গার্মেন্টসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। কর্মস্থলে তারা যৌন নিপীড়নের শিকার হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, “নারীদের জন্য উপযোগী সহায়তা সেল গঠন করতে হবে, যাতে তারা দ্রুত ন্যায়বিচার পায়। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”