১২ মার্চ ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২:০২, ৬ মার্চ ২০২৫

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির নতুন সভাপতি মিঠুন, সম্পাদক আজাদ

দুঃস্থ মানব কল্যাণ সোসাইটির নতুন সভাপতি মিঠুন, সম্পাদক আজাদ

সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন দুঃস্থ মানব কল্যাণ সোসাইটি-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সকল সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মো. মিঠুন মিয়া পুনরায় সভাপতি এবং মো. আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) বাদ আছর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ল্যাবএইড হাসপাতালের পাশে পিকনিক হাউস রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী মো. জহিরুল ইসলাম বিদ্যুৎ, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, সমাজসেবক ফিরোজ কায়ছার আজম। 

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মিঠুন মিয়া, সহ-সভাপতি মো. সেলিম রাজা, সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সহ-সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক মো. মাহমুদুল হাসান সম্রাট, সমাজকল্যাণ সম্পাদক মো. মাহবুব হাসান রিপন, অর্থ সম্পাদক মো. শিপন জোমাদ্দার, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জামিল হোসেন, কার্যনির্বাহী সদস্য মোসা. ভাবনা আক্তার ও কবির হোসেন সেলিম। 

নেতৃবৃন্দ জানান, সংগঠনের আগামী দিনের কার্যক্রমের মধ্যে দুঃস্থ ও অসহায়দের সহায়তা, স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, রক্তদান কর্মসূচি ও অন্যান্য মানবকল্যাণমূলক উদ্যোগ অন্তর্ভুক্ত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়