রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী ছাত্র আন্দোলনের ‘স্বাগত মিছিল’

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে শনিবার (১ মার্চ) বিকেলে ডিআইটি থেকে একটি ‘স্বাগত মিছিল’ অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি এইচ. এম. শাহীন আদনান এর নেতৃত্বে আয়োজিত এই মিছিল থেকে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।
সভাপতি এইচ. এম. শাহীন আদনান বলেন, পবিত্র মাহে রমজান কুরআন নাজিলের মাস, মুসলিম উম্মাহর জন্য বরকতের মাস। কিন্তু ৯২% মুসলমানের এই দেশে আমাদের রমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার দাবি তুলতে হচ্ছে এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমাদের উচিত রমজানের পবিত্রতা রক্ষা করা, এসব কার্যকলাপ থেকে বিরত থাকা এবং বেশি বেশি ইবাদতে মনোযোগী হওয়া।
তিনি আরও বলেন, সম্প্রতি দেখা যাচ্ছে, পরাজিত ফ্যাসিস্ট শক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চুরি-ডাকাতির মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছে। প্রশাসনের উচিত কঠোর হাতে এসব প্রতিরোধ করা। এছাড়া শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, যা বন্ধে জনগণের এগিয়ে আসা প্রয়োজন।
তিনি আহ্বান জানান, আসুন, আমরা সুন্দর নগরী গড়তে পবিত্র কুরআন নাজিলের মাসে আল্লাহর কাছে তওবা করি এবং ঐক্যবদ্ধভাবে কাজ করি।
মিছিলে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হাশিম, সাংগঠনিক সম্পাদক গাজী মুহা. তারেক হাসান, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা, দাওয়াহ সম্পাদক মুহাম্মাদ মাহবুব বিন আজাদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ আমির হামজা, আলিয়া মাদ্রাসা সম্পাদক গাজী মুহাম্মাদ সাইম হোসেন, স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মাদ রুহুল আমিন, এছাড়াও থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।