নতুন জেলা রেজিস্ট্রারের সাথে কাজী সমিতির শুভেচ্ছা বিনিময়

নারায়ণগঞ্জের নতুন জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজের সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতির নেতৃবৃন্দ। সোমবার জেলা রেজিস্ট্রেশন ভবনের ২য় তলায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত জেলা রেজিস্ট্রার মো. আব্দুল হাফিজ কাজী সমিতির নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন এবং সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানান ও সবার সাথে পরিচিত হন।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কাজী সমিতির সভাপতি, নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক সচেতন ও জাতীয় দৈনিক সচেতন প্রতিদিন-এর প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া, সহ-সভাপতি মো. মাসুউর রহমান, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম বাবুল, কাজী মো. আসলাম মিয়া, মাওলানা মো. আল-আমীন, মো. মাঈনউদ্দিন, মো. আমির হোসেন, কাজী মো. শরীফুল্লাহসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কাজীবৃন্দ।