মাদ্রাসা ও কলেজ অধ্যক্ষের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের সাক্ষাত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার দুটি প্রতিনিধিদল বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১টায় পাইনাদী ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ এবং নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুমন রেজার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রথম প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচ এম শাহীন আদনান এবং দ্বিতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুহা নোমান আহমেদ। তারা অধ্যক্ষদের হাতে সংগঠনের প্রকাশনা উপহার দেন এবং ঐতিহাসিক চরমোনাই বার্ষিক মাহফিলের দাওয়াত প্রদান করেন।
অধ্যক্ষ মাওলানা ফয়েজ উল্লাহ বলেন, ইসলাম ও দেশ গঠনে ছাত্র সমাজ যদি সামনে এগিয়ে আসে তাহলে সমাজের পরিবেশ সুন্দর হবে এবং ইলমে দ্বীনের প্রসার ঘটবে।
অধ্যক্ষ ফজলুল হক রুমান রেজা বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একসাথে কাজ করা উচিত। মানবিক মূল্যবোধ ও নৈতিকতাকে প্রাধান্য দিলে একটি কল্যাণ রাষ্ট্র গঠন সম্ভব।
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি এইচ এম শাহীন আদনান বলেন, চরমোনাইর বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালনা করছি। আজ নারায়ণগঞ্জ কলেজ, এম ডাবলিউ কলেজ, মিজমিজি পশ্চিম পাড়া কলেজ এবং মিজমিজি পাইনাদী ফাযিল মাদ্রাসায় গিয়েছি। প্রতিটি প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমাদের আন্তরিকভাবে গ্রহণ করেছেন এবং দেশ গঠনের বিষয়ে পরামর্শ দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহা আমির হামজা, আলিয়া মাদ্রাসা সম্পাদক গাজী মুহাম্মাদ সাইম হোসেন এবং স্কুল ও কলেজ সম্পাদক শেখ মুহাম্মাদ রুহুল আমিন।