ছাত্র ফেডারেশনের জুলাই শহীদ শাকিলের জন্মবার্ষিকী পালিত
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক শহীদ জুলফিকার আহমেদ শাকিলের জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে মোমশিখা প্রজ্জ্বলন ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
শনিবার (২৫ জানুয়ারি) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি ও ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা।
অনুষ্ঠানে শহীদ শাকিলসহ মুক্তির সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
ফারহানা মানিক মুনা বলেন, "শহীদ শাকিল ছাত্র ফেডারেশনের বীর। তার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণআকাঙ্ক্ষার বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। শহীদদের সঠিক মর্যাদা নিশ্চিতের মধ্য দিয়ে এ যাত্রার সুচনা হবে। কিন্তু এখনও শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। শাকিলসহ অভ্যুত্থানের হত্যাকারীদের বিচারের দাবি জানাই। আগামী ৩১ জানুয়ারি জাতীয় জাদুঘরের সামনে শহীদদের তালিকা, বিচার, এবং আহতদের সুচিকিৎসার দাবিতে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জের সকল ছাত্রসমাজকে এই সমাবেশে যোগদানের আহ্বান জানাই।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর
অর্থ সম্পাদক শাহিন মৃধা, কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস নিসা।