০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৫৬, ১১ জানুয়ারি ২০২৫

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ

'সেবাই আমাদের লক্ষ্য'—এই স্লোগানকে সামনে রেখে এসএসসি ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ তাদের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সভাপতি ডা. ফরহাদ আহমেদ জেনিথের নেতৃত্বে চাষাড়া রেলওয়ে স্টেশন ও কেন্দ্রীয় শহীদ মিনারে অসহায়দের মাঝে শীতের গরম কাপড় (সোয়েটার) বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের সময় অসহায় মানুষগুলো উষ্ণতার এই উপহার পেয়ে আনন্দিত হয় এবং ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের সদস্যদের জন্য দোয়া করে।

ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জের এই উদ্যোগে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়সাল আহমেদ দোলন, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী সজিব এবং মানবিক কার্যক্রমের সমন্বয়কারী সায়েম কবির। এছাড়াও অংশ নেন সহপাঠীরা—আফরিন সুলতানা জেমি, মোহাম্মদ নেয়ামত উল্লাহ, মো. জাকির হোসেন, শিরিনা আক্তার, ফারজানা রুবা, শরিফ উদ্দিন সফু, মো. মাইনুদ্দিন সোহাগ, রিপন মাহমুদ আকাশ, ফরহাদ উদ্দিন শাওন, নাজমুল হোসেন, মনির হোসেন, মো. ফজলুর রহমান, মো. রোমান, মামুন, তপন, আব্দুল কাদের, আকবর এবং অন্যান্যরা।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সময় ব্যাচ ৯৭ নারায়ণগঞ্জ গ্রুপের সদস্যরা আনন্দ উদ্‌যাপনের পরিবর্তে আর্তমানবতার সেবায় নিজেকে নিবেদিত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সর্বশেষ

জনপ্রিয়