নারায়ণগঞ্জে লেনিনের মৃত্যুশতবর্ষ উদযাপন
নারায়ণগঞ্জে লেনিনের মৃত্যুশতবর্ষ উপলক্ষে সমাজ অনুশীলন কেন্দ্রের উদ্যোগে ‘নারীমুক্তি প্রশ্নে লেনিন’ শীর্ষক সেমিনার এবং গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা পাঠাগার ও নগর মিলনায়তনে (৫ম তলা) অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ অনুশীলন কেন্দ্রের সমন্বয়ক বিমল কান্তি দাস এবং সঞ্চালনায় ছিলেন ডা. রফিকুল ইসলাম।
সেমিনারপত্র উপস্থাপন করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মিমি পূজা দাস। আলোচনায় অংশ নেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য নারী নেত্রী জলি তালুকদার, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শম্পা বসু, এবং গণসংগীত শিল্পী আমিরুন নূজহাত মনীষা।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সমাজ অনুশীলন কেন্দ্রের সদস্য শহিদুল আলম নান্নু, রঘু অভিজিৎ রায়, শ. ম. কামাল হোসেন, এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেন।
বক্তারা নারীমুক্তি এবং শোষণমুক্ত সমাজ গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, সামগ্রিকভাবে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ছাড়া নারীমুক্তি সম্ভব নয়। লেনিনের আদর্শ অনুসরণ করে অর্থনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র গঠনই নারীমুক্তি অর্জনের একমাত্র উপায়।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন তিথি সুবর্ণা ও শ. ম. কামাল হোসেন। সংগীত পরিবেশন করেন আমিরুন নূজহাত মনীষা।
সমাজ অনুশীলন কেন্দ্রের এই আয়োজনে বিপ্লবী আদর্শ এবং নারীমুক্তির গুরুত্ব পুনরায় তুলে ধরা হয়।