০৫ ফেব্রুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৪, ১০ জানুয়ারি ২০২৫

সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ

সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে সেলাই মেশিন বিতরণ

নারায়ণগঞ্জে মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় দিগু বাবুর বাজারের পৌর মার্কেটের তৃতীয় তলায় এই আয়োজন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ঢাকা অঞ্চল দক্ষিণ পরিচালক নূরুল আমিন, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ঢাকা অঞ্চল দক্ষিণের সহকারি পরিচালক এসএম শাহজাহান।

মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন বলেন, "আমাদের নৈতিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা মনে করি সুবিধাবঞ্চিত শ্রমিকদের পাশে থাকা দরকার। তারই অংশ হিসেবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের এই আয়োজন আজকেই শেষ নয়, এটা ধারাবাহিকভাবে চলবে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সবসময় শ্রমিকদের পাশে থাকবে।"

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সুল, সাধারণ সম্পাদক সোলাইমান হোসাইন মুন্না, এবং সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়