২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:১২, ২৬ ডিসেম্বর ২০২৪

প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ছাত্র ফেডারেশনের মানববন্ধন

সারাদেশে বাড়তে থাকা ছিনতাই, ধর্ষণ, হত্যা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানা কমিটির আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টায় পুলিশ লাইনস এর সামনে মানববন্ধনটি আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত নেতারা জানান, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে অপরাধপ্রবণতা বৃদ্ধি পেয়েছে এবং প্রশাসন এর বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে একেবারেই উদাসীন। বিশেষ করে গত ৫ই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে এক নতুন পরিবর্তনের আশার সৃষ্টি হলেও, প্রশাসনের নিষ্ক্রিয়তায় তা নস্যাৎ হয়ে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানা কমিটির যুগ্ম-সদস্য সচিব ছাত্রনেতা শাহিন মৃধা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মুক্ত শেখ এর সঞ্চালনায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সৌরভ সেন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সদস্য শেখ সাদি, এবং ভোলাইল আঞ্চলিক শাখার আহ্বায়ক মাহাদী হাসান।

সৌরভ সেন তার বক্তব্যে বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল, কিন্তু প্রশাসনের উদাসীনতায় তা ধ্বংস হয়ে যাচ্ছে। সারাদেশে ছিনতাই ও খুনের ঘটনায় প্রশাসন একেবারেই নীরব। জনগণের নিরাপত্তা যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে জনগণ আর এই শাসনকে মেনে নেবে না।”

শাহিন মৃধা বলেন, “এটি একটি সন্ত্রাসী জনপদে পরিণত হয়েছে নারায়ণগঞ্জ। দীর্ঘদিন ধরে চলা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে পারছে না প্রশাসন। চারদিকে গুম, খুন, ধর্ষণ হলেও, আইনের আওতায় আসছে না অপরাধীরা। প্রশাসনকে অবশ্যই কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

এছাড়া, কিশোর গ্যাং-এর বেড়ে ওঠার বিষয়েও তারা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ফতুল্লা থানা কমিটি দাবি জানিয়েছে, নারায়ণগঞ্জসহ সারা দেশে ঘটে যাওয়া অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় এনে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা হোক। মানববন্ধনটি শেষ হয় প্রশাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে।

সর্বশেষ

জনপ্রিয়