২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৬, ২৩ ডিসেম্বর ২০২৪

মানব কল্যাণ পরিষদের বিজয় উৎসব

মানব কল্যাণ পরিষদের বিজয় উৎসব

বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিজয় উৎসব আয়োজন করেছে স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ। সোমবার (২৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জ শহরের চৌরঙ্গি পার্কে এ অনুষ্ঠানে আত্মকর্মসংস্থানের উদ্দেশ্যে একজন বিধবা নারীকে সেলাই মেশিন এবং একজন বেকার পুরুষকে নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আ ফ ম মশিউর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খুরশিদ আলম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ জামাল হোসাইন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ই আ ম মাসুদ মজুমদার, যুব প্রশিক্ষণ কেন্দ্র নারায়ণগঞ্জের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর ও জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান দেবাশীষ ভদ্র।

সংগঠনের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বিজয় উৎসবে আরও উপস্থিত ছিলেন মডেল গ্রুপের জিএম মো. মনির সরদার, পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রিফাত, প্রসিকিউটর ফৌজিয়া রহমান নিলিম, জয়িতা পুরস্কারপ্রাপ্ত সংগঠক জান্নাতুল ফেরদৌসী ঝুনু, অস্বচ্ছল প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাসুদ চৌধুরী, আধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মাস্টার মো. সেলিম, তরুণ নারী উদ্যোক্তা ইলমা আক্তার মিতু সহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী ও উদ্যোক্তারা।

অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজনের মধ্যে যাদু প্রদর্শন করেন যাদু শিল্পী কবির প্রধান। এছাড়া বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্সের সফল শিক্ষার্থীদের সার্টিফিকেট বিতরণ করা হয় এবং অংশগ্রহণকারীদের জন্য শুভেচ্ছা উপহার ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উৎসবে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে নরসিংদী, মাদারীপুর ও নারায়ণগঞ্জের উদ্যোক্তারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার লাভ করেন।

সর্বশেষ

জনপ্রিয়