২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৯, ২৩ ডিসেম্বর ২০২৪

জাহাজ শ্রমিক হত্যার প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

জাহাজ শ্রমিক হত্যার প্রতিবাদে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মেঘনা নদীতে চলন্ত বাল্কহেড ও জাহাজে শ্রমিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার না হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা। তারা মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ঘাট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু মহালের ইজারার নামে চলন্ত বাল্কহেড থামিয়ে জোরপূর্বক টোকেনের নামে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি ও শ্রমিক নির্যাতন হচ্ছে। শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটে নেয়া হচ্ছে। এই অবস্থায় শ্রমিকরা অবিলম্বে এসব সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন।

মানববন্ধনে বাল্কহেড শ্রমিকরা তাদের নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, "আমরা অবৈধ বালু মহাল ও তাদের পৃষ্ঠপোষকদের কবল থেকে মুক্তি চাই। প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"

এছাড়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার মুঠোফোনে জানায়, গতকালও মেঘনা নদীতে বেশ কয়েকটি বাল্কহেডে সন্ত্রাসীরা হামলা চালিয়ে শ্রমিকদের মারধর করে নগদ টাকা ও মোবাইল লুটে নিয়েছে। সোমবার দুপুরে এমভি আল-বাখেরা নামে একটি জাহাজে ডাকাতি হয়েছে, যার ফলে অন্তত ৯ জন শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শ্রমিক নেতারা বলেন, "এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যদি দ্রুত পদক্ষেপ না নেয়া হয়, তাহলে আমরা কঠোর কর্মসূচি পালন করতে বাধ্য হব।"

সর্বশেষ

জনপ্রিয়