২৭ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:১৮, ১৭ ডিসেম্বর ২০২৪

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের নিয়ে ’মুক্তির ডাক ৭১’ জেলা কমিটি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের নিয়ে ’মুক্তির ডাক ৭১’ জেলা কমিটি

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাদের নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তির ডাক ৭১ এর নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে টিপু সুলতান ও সাধারণ সম্পাদক হিসেবে মেহেদী হাসান হৃদয়কে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ঘোষিত কমিটির সকল নেতাদের পরিচয় জানা না গেলেও সাধারণ সম্পাদক মেহেদী হাসান হৃদয় শম্ভুপুরা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। সভাপতি টিপু সুলতান ১৯৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগের জেলা কমিটির সহ সভাপতি ছিলেন। 

জানা গেছে বাংলাদেশ মুক্তির ডাক ৭১ নামের সংগঠনটির  উদ্দেশ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান সমুন্নত রাখা। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক ছাত্রলীগ নেতা আল রিয়াদ-আদনান অন্তরের নেতৃত্বে এই সংগঠন যাত্রা শুরু করে গত ১৬ নভেম্বর রাজধানীরা ঢাকার উত্তরার একটি রেস্টুরেন্টে।  

নারায়ণগঞ্জ জেলা মুক্তির ডাক-৭১ এর কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এবং বর্তমান নেতাকর্মীদের দিয়ে গঠিত হয়েছে বলে একটি সূত্র জানায়। 
 

সর্বশেষ

জনপ্রিয়