হারুন এপারেলস খুলে দেওয়ার দাবিতে ডিসিকে স্মারকলিপি
বিসিক-ফতুল্লার বন্ধ থাকা হারুন এপারেলস গার্মেন্টস পুনরায় খুলে দেওয়া এবং শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে বুধবার (৪ ডিসেম্বর) সকালে চাষাঢ়া শহীদ মিনারে সমাবেশ করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা।
প্রতিষ্ঠানের শ্রমিক মো. ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান, শ্রমিক রাসেল মিয়া, আরিফা, মনিরা প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “প্রতিষ্ঠানের মালিক হারুন সাহেব গত ১৯ নভেম্বর থেকে কারখানা বন্ধ করে দিয়েছেন, যার ফলে আমরা দুই মাস যাবত বেতন পাচ্ছি না। এর ফলে আমরা চরম সংকটে পড়েছি। বাড়িওয়ালা বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছে, দোকানদাররা ঋণ দেওয়ার কারণে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সংসারের চাহিদা পূরণে আমরা অনাহারে দিন কাটাচ্ছি।”
সমাবেশ শেষে, শ্রমিকরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ডিসি মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় ডিসি মহোদয় শ্রমিকদের পাওনা আদায়ে সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দেন।
ইতিপূর্বে, শ্রমিক নেতৃবৃন্দ কলকারখানা প্রতিষ্ঠান দপ্তরের ডিআইজি বরাবর অভিযোগ দাখিল করেছেন।