০৩ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ২৮ অক্টোবর ২০২৪

অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া 

অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া 

নারায়ণগঞ্জ মহানগর হকার সংহতির উদ্যোগে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) শহরের হকার্স মার্কেটে দোয়ার অনুষ্ঠিত হয়। মহানগর হকার সংহতি'র সভাপতি জসীম উদ্দিন হীরা'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লবসহ ছাত্র এবং হকার নেতৃবৃন্দ।

দোয়া শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশ ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদের রক্তের ফলাফল। এই রক্ত বৃথা যেতে পারে না। এই রক্ত দেশের মানুষকে নতুন নির্মাণের ডাক দেয়। কিন্তু আমরা দেখেছি, বিগত সময়ে নারায়ণগঞ্জের স্থানীয় এমপি হকারদের লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে। তাদেরকে খেলার অংশ হিসেবে ব্যবহার করেছে। এমপি'র অনুগতরা হকারদের কাছ থেকে চাঁদাবাজি করেছে, লাঠিয়াল হিসেবে ব্যবহার করেছে, দখল-সন্ত্রাসের কাজে ব্যবহার করেছে। হকারদের দিয়ে ছাত্র-জনতার উপর হামলা চালিয়েছে। যদিও প্রশাসন ইতিমধ্যে হকার্সলীগ নেতা আসাদকে গ্রেপ্তার করেছে। আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই। একই সাথে আহ্বান করি, ছাত্র-জনতার উপর যে হকাররা হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। এবং আমরা পরিস্কার করে বলি, চাঁদাবাজির দিন শেষ। দখল-সন্ত্রাসের দিন শেষ। নাগরিকদের স্বাচ্ছন্দে  চলাচলের রাস্তা রেখে নিয়ম শৃঙ্খলা মেনে হকারি করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়