০৩ নভেম্বর ২০২৪

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২১:৩২, ৪ অক্টোবর ২০২৪

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন

বিশেষ ট্রাইব্যুনাল করে রানাপ্লাজা, তাজরীন হত্যাকাণ্ডের বিচার, শ্রমিক অসন্তোষ সৃষ্টির জন্য দায়ী গার্মেন্টস মালিক এবং সহযোগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া এবং শ্রমিকের উপর শক্তি প্রয়োগ নয়, সংকট নিরসনে কার্যকর আলোচনা করার দাবিতে মানববন্ধন করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা। 
শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় ২ নং রেলগেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, গাবতলী-পুলিশ লাইন শিল্পাঞ্চল শাখার সহসভাপতি শহীদুল ইসলাম।  

নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যূত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের সময় রানাপ্লাজা ও তাজরীন সহস্রাধিক শ্রমিক হত্যাকাণ্ড ঘটেছে। কিন্তু এখনও তার বিচার কাজ শেষ হয়নি। রানাপ্লাজার মালিক রানা জেলে থাকলেও অন্যমালিকরা জামিন নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে। রানা প্লাজা ও তাজরীন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে শিল্পে এধরনের  শ্রমিক হত্যা বন্ধ হবে না। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে অতি দ্রæত এ বিচার কাজ শেষ করে দায়ী মালিক ও সংশ্লিষ্টদের শাস্তি দিতে হবে। 

নেতৃবৃন্দ আরও বলেন, বিভিন্ন কারখানায় বকেয়া বেতনের কারণে শ্রমিক অসন্তোষ চলছে। অবিলম্বে বকেয়া বেতনসহ শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি মেনে নিতে হবে। কোন শক্তি প্রয়োগ না করে আলাপ-আলোচনা করে সংকট নিরসন করতে হবে। যে সকল মালিকদের তালবাহানার কারণে সংকট তৈরি হচ্ছে সেসকল দায়ী মালিকদের ও তাদের সহযোগীদের শাস্তির আওতায় আনতে হবে।  

সর্বশেষ

জনপ্রিয়