বন্দরে বীরমুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন আর নেই
বন্দরের বীরমুক্তিযোদ্ধা হাজী শফিউদ্দিন (৭০) আর নেই। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকাল ৪টায় বন্দর কলাবাগ এলাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং মদনপুর আল বারাকা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ এশা বন্দর কলাবাগ স্কুল মাঠ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়। এরপর স্থানীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।