২৩ নভেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:১৩, ৮ জুলাই ২০২৩

আপডেট: ১৬:১৪, ৮ জুলাই ২০২৩

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকার বীর মুক্তিযোদ্ধা বিএলএফ মুজিব বাহিনীর সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব পূর্শিয়া আক্তারের বাবা গোলাম মোস্তফা (বিএসসি) মারা গেছেন। তিনি শুক্রবার (৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকার বেইলী রোডের বাসায়  ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার (৮ জুলাই) বাদ জোহর  বন্দর উপজেলার লক্ষণখোলা দারুস সালাম কওমী হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার পর বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অর্নার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় লক্ষণখোলা কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। 

তার মৃত্যুতে স্থানীয় আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও মুক্তিযোদ্ধাবৃন্দ শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়