নারায়ণগঞ্জের সিনেস্কোপে মুক্তি পাচ্ছে ‘ঊনপঞ্চাশ বাতাস’
প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত ‘ঊনপঞ্চাশ বাতাস’। শুক্রবার (৩০ অক্টোবর) নগরীর শীতাতপ নিয়ন্ত্রিত সীমিত আসনের আধুনিক প্রেক্ষাগৃহ সিনেস্কোপ এ ছবিটির প্রদর্শনী শুরু হবে। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নারায়ণগঞ্জের সন্তান অভিনেতা শোয়েব মনির।
পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল বলেন, আমাদের ছবিটি নিয়ে দর্শকরা অনেক আগ্রহী। ঢাকার বাইরের অনেক দর্শকই ছবিটি দেখতে না পেরে হতাশ হয়েছেন। তাদের কথা ভেবে আমরা নারায়ণগঞ্জের সিনেস্কোপ-এ মুক্তির ব্যবস্থা করেছি।
নারায়ণগঞ্জ শহরের ডিআইটির আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের পাতাল মেঝেতে অবস্থিত স্বল্প আসনের প্রেক্ষাগৃহে শুক্রবার থেকে চলবে চারটি শো। সিনেস্কোপ কর্তৃপক্ষ জানায়, সকাল-দুপুর-বিকেল-রাতে চারটির যেকোনো একটি শো’য়ের টিকেট অগ্রীম বুকিং নেওয়া হচ্ছে। প্রতি টিকেটের মূল্য রাখা হচ্ছে ১৫০ টাকা।
রেড অক্টোবরের ব্যানারে ‘ঊনপঞ্চাশ বাতাস’-এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবির গল্পটি প্রেমের, যে প্রেম কোলাহলকে পরিণত করতে পারে নির্জনতায়।
প্রেস নারায়ণগঞ্জ.কম