০৩ নভেম্বর ২০২৪

প্রকাশিত: ২১:০৯, ১৩ ডিসেম্বর ২০১৯

আপডেট: ২১:৩১, ১৩ ডিসেম্বর ২০১৯

নারায়ণগঞ্জে ‘ন ডরাই’ সিনেমা

নারায়ণগঞ্জে ‘ন ডরাই’ সিনেমা

প্রেস নারায়ণগঞ্জ: সকল প্রতিকূলতা পেরিয়ে ঢাকার পর এবার নারায়ণগঞ্জের পেক্ষাগৃহে স্টার সিনেপ্লেক্সের সিনেমা ‘ন ডরাই’। তবে পুরো জেলার মাত্র একটি পেক্ষাগৃহ সিনেস্কোপে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথমদিনেই দর্শকদের প্রশংসা কুরিয়েছে সিনেমাটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অবস্থিত ৩৫ সিটের পেক্ষাগৃহ সিনেস্কোপে দর্শনার্থীদের ভিড় ছিল লক্ষণীয়। কর্তৃপক্ষের তথ্যমতে, সিনেমাটির প্রথম শোতে টিকেট বিক্রি হয়েছে ২২টি, দ্বিতীয় শো এর টিকেট বিক্রি হয়েছে ১৯টি এবং তৃতীয় শো ছিল হাউজফুল।

বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সবেমাত্র শেষ হয়েছে দিনের দ্বিতীয় শো এবং তৃতীয় শো এর অপেক্ষায় দর্শনার্থীরা। ওয়েটিং রুমে বসে অলস সময় পার করছেন অপেক্ষারত দর্শনার্থীরা। অনেকে আবার সিনেমা শেষে সিনেমার পোস্টারের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে ব্যস্ত। এ সময় কথা হয় বিভিন্ন কলেজের চার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে আসা ডা. মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ফাহমিদ হোসেনের সঙ্গে। ফাহমিদ বলেন, ‘সিনেমাটি আমার খুব ভালো লেগেছে। ফিল্ম মেকাররা খুব দারুনভাবে সিনেমায় প্রতিটি বিষয় তুলে ধরেছেন। তবে সবচেয়ে ভালো লেগেছে সিনেমাটি অনেক রিয়েলেস্টিক। আর সিনেমার অভিনেতারা ভালো অভিনয় করেছেন যা বাংলাদেশের গটবাধা অভিনয়ের বাইরে।’

গিয়াস উদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষার্থী মশিউর বলেন, ‘ছবির মূল চরিত্রের ঘটনা প্রবাহ ভালো ছিল। আমাদের দেশে এখনো নারীরা নিজের পরিবারে, স্বামীর পরিবারে, সমাজে অনেক বাধার সম্মুখীন হন। যা আমরা সচেতনভাবে এড়িয়ে যাই। এমন সিনেমা আরো হওয়া উচিৎ যা সমাজে নারীদের অবস্থান সত্যিকার অর্থে তুলে ধরে।’

অন্যদিকে ওয়েটিং রুমে অপেক্ষারত দম্পতি মো. রাজন ও ইতি আক্তার বলেন, ‘সব সময় ঢাকাতে ইংরেজি সিনেমা দেখা হয়। বাংলা সিনেমা অনেক কম দেখি। তবে ‘ন ডরাই’ ছবিটি সম্পর্কে অনেক শুনেছি। তাই দেখতে আসা। আর সিনেস্কোপ সম্পকেও অনেক শুনেছি। পরিবেশ ভালো, আমাদের ভালো লাগছে।’

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়