২৬ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:০৮, ১৫ এপ্রিল ২০২৫

তোলারাম কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলা বর্ষপঞ্জি বিতরণ

তোলারাম কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের বাংলা বর্ষপঞ্জি বিতরণ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজ শাখার উদ্যোগে বাংলা বর্ষপঞ্জি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) নববর্ষের দিন কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। বর্ষপঞ্জি বিতরণকালে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চন্দ্র দাস, উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শহিদুল ইসলাম, শের-ই-বাংলা ছাত্রাবাসের সুপার মো. আনারুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মজনুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও নেতৃবৃন্দ।

বর্ষপঞ্জি বিতরণে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি এইচএম শাহীন আদনান এবং সহ-সভাপতি মুহাম্মদ নোমান আহমদ।

বাংলা বর্ষপঞ্জি বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা নববর্ষের উৎসবমুখর পরিবেশে নিজেদের ঐতিহ্য ও সময়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা অর্জন করেছে বলে মন্তব্য করেন তারা।

কর্মসূচিতে বিভিন্ন বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন। তারা এই কার্যক্রমকে সম্মিলন ও সম্প্রীতির প্রতীক হিসেবে উল্লেখ করেন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ্ মুহাম্মদ ছগির হোসেন বলেন, “আমরা চাই, আমাদের শিক্ষাঙ্গনে বাংলা নববর্ষ শুধু উৎসবে সীমাবদ্ধ না থেকে একটি সচেতন সাংস্কৃতিক চর্চার প্রতীক হয়ে উঠুক। বর্ষপঞ্জি বিতরণ তারই একটি প্রয়াস।”

সর্বশেষ

জনপ্রিয়