০২ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৩, ২৭ মার্চ ২০২৫

বিদ্যানিকেতন হাই স্কুলে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

বিদ্যানিকেতন হাই স্কুলে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জে বিদ্যানিকেতন হাই স্কুল ঈদুল ফিতর উপলক্ষে চারশ শিক্ষার্থীর মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছে। বিদ্যানিকেতন ট্রাস্টের তিন লাখ টাকার অর্থায়নে প্রতিটি শিক্ষার্থীকে সেমাই, পোলাউর চাউল, খিচুরির চাউল, মুগডাল, সয়াবিন তেল, চিনি ও দুধ দেওয়া হয়।

স্কুলের মাঠে অনুষ্ঠিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু, ট্রাস্ট সদস্য ও সুপ্রিম কোর্টের ডেপুটি এটর্নি জেনারেল ব্যরিস্টার মেহেদী হাসান, ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, ট্রাস্ট সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, সাবেক পিপি ও ট্রাস্ট সদস্য এডভোকেট নবী হোসেন, মনির হোসেন খান, ফয়সাল আজিজ তুষার, মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা প্রমুখ।

এছাড়া, স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত কোরআন শিক্ষার্থী প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়